সুরেন্দ্র স্মৃতি মন্দির : একটা ভাবনার জন্ম ।:
আমার স্বপ্ন , সুরেন্দ্র স্মৃতি মন্দির গড়ে তোলা , এক আশ্রমিক পরিবেশে জীবনের বাকি দিন গুলি পার করে দেওয়া আর রয়েছে এক আদর্শ বৃদ্ধাশ্রম গড়ে তোলা । দীর্ঘ সময় রাজনীতি করেছি ১৯৬৬ থেকে ১৯৯২ কমিউনিস্ট রাজনীতি তার পর জাতীয়তাবাদী রাজনীতি । এই সুদীর্ঘ জীবনে অভিজ্ঞতার ভাণ্ডারে জমা আছে সুখ দুঃখ আনন্দ কান্নার ইতিহাস । সেসব ভুলে আমি নতুন পথে চলতে চায় । জাননগরের মাটিতে আমার জন্ম । আমার ছোট কেটেছে এখানে । সুন্দর আম , জাম , কাঁঠাল ,পেয়ারা , আমড়া , লেবু গাছ , বেদানা গাছে বাগানে ভরা । আর বিভিন্ন স্বাদের আমের গাছ ভরা বাগান ।
আমার স্বপ্ন , সুরেন্দ্র স্মৃতি মন্দির গড়ে তোলা , এক আশ্রমিক পরিবেশে জীবনের বাকি দিন গুলি পার করে দেওয়া আর রয়েছে এক আদর্শ বৃদ্ধাশ্রম গড়ে তোলা । দীর্ঘ সময় রাজনীতি করেছি ১৯৬৬ থেকে ১৯৯২ কমিউনিস্ট রাজনীতি তার পর জাতীয়তাবাদী রাজনীতি । এই সুদীর্ঘ জীবনে অভিজ্ঞতার ভাণ্ডারে জমা আছে সুখ দুঃখ আনন্দ কান্নার ইতিহাস । সেসব ভুলে আমি নতুন পথে চলতে চায় । জাননগরের মাটিতে আমার জন্ম । আমার ছোট কেটেছে এখানে । সুন্দর আম , জাম , কাঁঠাল ,পেয়ারা , আমড়া , লেবু গাছ , বেদানা গাছে বাগানে ভরা । আর বিভিন্ন স্বাদের আমের গাছ ভরা বাগান ।
তার মাঝে বিরাট আট চালা টিনের বিরাট বাড়ি । গ্রামে হিন্দু মুসলিম সবাই এক সাথে বসবাস । সবাই এক সঙ্গে মিলে মিশে থাকত । আমাদের গ্রামে গোয়ালা প্রধান । আমি আমার কর্মজীবন শেষে এক নতুন ভাবনা নিয়ে সেখানে শুরু করতে চলেছি আমার স্বপ্নের কর্মসুচি "সুরেন্দ্র স্মৃতি মন্দির "
আপনাদের আশীর্বাদ ও সহ যোগিতা আমার স্বপ্ন পুড়ন হক ।
যুগল কিশোর ঝা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন